Friday, August 2, 2019

A man's honest thoughts can change his future:


একজন মানুষ মনের শান্তির জন্য সবকিছু করতে পারে না,  যদি পারতো তাহলে পৃথিবীর মহামানব ‘মোহাম্মদ (সঃ)’ এর স্বরানাপন্ন আজ কেউ হত না, মুহাম্মদ (সঃ) আল্লাহকে খুশি করার জন্য তাঁর জীবনটা ব্যয় করেছেন সে জন্যই আল্লাহ পাক তাকে এত মর্যাদাবান করেছেন।এবং পৃথিবীর সকল মানুষ তাঁর নাম নেওয়ার আগে সল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শব্দ চয়ন করেন।

আজ আমাদের শিক্ষা নেওয়া দরকার পৃথিবীতে আমরা থাকতে আসি নাই, মৃত্যুর পর মাটির নিচে  মাটি হয়ে যাব, আর কত দিন রংএর দুনিয়ায় রং নিয়ে খেলা করবো। আজ আমাদের বদলানোর দরকার, নিজেদের বিবেগ, মস্তিস্ক, মন-মানুষিকতা, আচার-আচরণ, ধ্যান-ধারনা, তারপর ভালো দিকগুলো রেখে খারাপ-মন্দ  দিকগুলো বর্জন করা। তাহলে, নিজেদের মনের খুশি মত সব করতে বিবেগ ভাধা দিবে, আর আমরা হব আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা।

No comments:

Post a Comment

Present perfect Tense

  Present perfect Tense - পুরো ঘটিত বর্তমান কাল বর্তমান কালে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে অথবা কোন কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান...