Monday, September 21, 2020

present continuous Tense





 Present continuous Tense - ঘটমান বর্তমান কাল।


বর্তমান সময়ে কোন কাজ চলতেছে বা অাগে অারম্ভ হয়ে এখনো চলতেছে । এধরনের কোন বাক্য বুঝতে Present Continuous Tense ব্যবহৃত হয়।


I am going to school -আমি স্কুলে যাইতেছি ।  

you are going to school - তুমি স্কুলে যাইতেছ। 

He is going to school - সে স্কুলেযাইতেছে।   


structure - subject+auxiliary verb, am/is/are+মূল verb+ing+object.


Note: 1st person অর্থাৎ I এর সাথে am বসবে, you, we, they অর্থাৎ Subject plural বা 2nd person এর সাথে are বসবে, এবং subject যদি 3ed person singular number হয় তাহলে is বসবে।


i am eating rice - আমি ভাত খাইতেছি। 

you are reading book - তুমি বই পড়তেছ। 

he is doing the work office - সে অফিসে কাজ করিতেছে।  


No comments:

Post a Comment

Present perfect Tense

  Present perfect Tense - পুরো ঘটিত বর্তমান কাল বর্তমান কালে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে অথবা কোন কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান...