Thursday, September 17, 2020

Future perfect continuous tense-পুরো ঘটিত ঘটমান ভবিষ্যত কার

 Future perfect continuous Tense:
(
পুরাঘটিত ঘটমান ভবিষ্যত কাল)

  

ভবিষ্যত কালে কোন একটি কাজ আরম্ভ হয়ে চলিতে থাকিবে এরুপ বুঝালে verb এর Future perfect continuous tense হয়, অথবা একটি কাজ চলিতে থাকবে আরো একটি কাজ সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত, যে কাজটি আগে সংগটিত হয়েছে সেটি Future Indefinite Tense  এবং পরের কাজটি Present  Indefinite tense.

Example-উদহারনঃ 

    I shall have been reading in this college for two years.
    আমি দুই বছর যাবত এই কলেজে পড়িত থাকিবো।

    we will have been working in the office for the one years.
    আমরা এক বছর যাবত এই অফিসে কাজ করিতে থাকিবো।

    student will have been reading until teacher comes back.
    ছাত্ররা পড়তে থাকবে শিক্ষক না আসা পর্যন্ত। 




subject +shall have been/will have been + ing + object.

"Sentence" গঠন করার সময় Fast person তথা প্রথম ব্যক্তির পর Shall have been বসবে, এবং 2nd & 3rd person এর পর will have been বসবে এবং অবশ্যয় verb এর সাথে ing যুক্ত করে বসাতে হবে। 






No comments:

Post a Comment

Present perfect Tense

  Present perfect Tense - পুরো ঘটিত বর্তমান কাল বর্তমান কালে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে অথবা কোন কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান...