Friday, September 18, 2020

Future Continuous tense - ঘটমান ভবিষ্যত কাল।



 Future Continuous tense - ঘটমান ভবিষ্যত কাল।


ভবিষ্যত কালে কোন একটি কাজ নিদিষ্ট সময় ধরে চলবে এরুপ বঝালে Future Continuous tense হয়।

Example: উদহারণঃ


I shell be reading the book.

আমি বইটি পড়িয়া থাকিব।


you will be doing the work.

তুমি কাজটি করিতে থাকিবে।


He will be going to office.

সে অফিসে যাইতে থাকিবে।


Structure - গঠনপ্রণালী।

Subject+shell be/ will be+ মূল verb+ing+object.



Note: এই sentence  গঠন করিবার সময় subject অনুসারে shall be/will be বসাতে হবে এবং মুল verb এর সাথ ing যোগ করতে হবে। 




v Future Indefinite Tense

v Future Continuous Tense

v Future Perfect Tense

v Future Perfect Continuous Tense

A man's honest thoughts can change his future:


No comments:

Post a Comment

Present perfect Tense

  Present perfect Tense - পুরো ঘটিত বর্তমান কাল বর্তমান কালে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে অথবা কোন কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান...