Saturday, September 19, 2020

Present Tense

 



Present Indefinite Tense - অনিদিষ্ট বর্তমান কাল

বর্তমান সময়ে কোন কাজ হয় বা আমি খাই, আমি পড়ি অর্থাৎ করা, যাওয়া, খাওয়া, দাওয়া, এবং চিরন্তর সত্য কোন কিছু বুঝালে Present Indefinite Tense হয়।

Example - উদাহরণঃ
I go - আমি যাই।
you go - তুমি যাও।
He goes - সে যায়।

structure: গঠন প্রনালীঃ

subject+মূল Verb+object.

Note: subject যখন 3ed person singular number হবে, যেমনঃ He, She, That, It ইত্যাদি হলে Verb এর শেষে s বা es বসাতে হবে, আবার কোন ব্যক্তি, বস্তু, বা যে কোন নাম বুঝালে verb এর শেষে স বা es বসে।

যেমনঃ
I eat rice - আমি ভাত খাই।
you read a book - তুমি বই পড়।
they played futboll - তারা ফুটবল খেলে।
The sun reises in the east - সূর্য পূর্ব দিকে উদিত হয়।
He goes to school - সে স্কুলে যায়।

No comments:

Post a Comment

Present perfect Tense

  Present perfect Tense - পুরো ঘটিত বর্তমান কাল বর্তমান কালে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে অথবা কোন কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান...