Sunday, September 20, 2020

Tense



 English Grammar এর একটি গুরুত্বপূর্ন বিষয় হলো Tense যার বাংলা অর্থ হলো কাল, কোন ব্যক্তি কথা বলতে হলে বর্তমান কাল, অতীত কাল, অথবা ভবিষ্যত কাল, এই তিন কালের এক কালের মধ্যে পড়ে। তাই Tense সম্পর্কে আমাদের জ্ঞান থাকা প্রয়োজন।


Tense - কাল

কোন কাজ সম্পাদনের সময় সিমাকে Tense বা কাল বলে।এই Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয়। যা বর্তমান, অতীত, বভিষ্যত কোন এক সময়ের মধ্যে পরে।

Tense সাধারনত তিন প্রকার

1. Present Tense -বর্তমান কাল

2.Past Tense - অতীত কাল

3. Future Tense - ভবিষ্যত কাল





  • বর্তমন সময়ে কোন কাজ হয় বা হবে এরুপ বুঝালে Present Tense এর ব্যবহার হয়।

  •         Present Tense - তিন প্রকার।

                1. Present Indefinite Tense - অনিদিষ্ট বর্তমান কাল

                2. Present Continuous Tense - ঘটমান বর্তমান কাল

                3. Present Perfect Tense - পুরো ঘটিত বর্তমান কাল

                      4. Present Perfect Continuous Tense - পুরোঘটিত ঘটমান বর্তমান কাল




  •  অতীত কালে কোন কাজ হয় বা হবে এরুপ বুঝালে Past Tense এর ব্যবহার হয়।
  •         Past Tense - তিন প্রকার।

1. Past Indefinite Tense - অনিদিষ্ট অতীত কাল

2. Past Continuous Tense - ঘটমান অতীত কাল

3. Past Perfect Tense - পুরো ঘটিত অতীত কাল

4. Past Perfect Continuous Tense - পুরোঘটিত ঘটমান অতীত কাল






  •  বভিষ্যত কালে কোন কাজ হয় বা হবে এরুপ বুঝালে Future Tense এর ব্যবহার হয়।

 

  • Future Tense - তিন প্রকার।


No comments:

Post a Comment

Present perfect Tense

  Present perfect Tense - পুরো ঘটিত বর্তমান কাল বর্তমান কালে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে অথবা কোন কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান...