Friday, September 18, 2020

future indefinite tense - অনিদিষ্ট ভবিষ্যত কাল



 Future indefinite tense - অনিদিষ্ট ভবিষ্যত কাল


  • ভবিষ্যত কালে কোন একটি কাজ সংগঠিত হবে এরুপ বুঝালে Future indefinite tense হয়।



Example-উদহারনঃ

    I shall read the book.

   আমি বইটি পড়িব।


    you will do the work.

    তুমি কাজটি করবে।


    He will go to school.

    সে স্কুলে যাবে।



structure -গঠনপ্রণালীঃ

subject+shall/will+মূল verb+object.


Note that: উল্লখ্য যে 1st person এর পর Shall এবং 2nd, 3ed এবং সবক্ষেত্রে Will বসবে।



v Future Indefinite Tense

v Future Continuous Tense

v Future Perfect Tense

v Future Perfect Continuous Tense

A man's honest thoughts can change his future:


 


No comments:

Post a Comment

Present perfect Tense

  Present perfect Tense - পুরো ঘটিত বর্তমান কাল বর্তমান কালে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে অথবা কোন কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান...