Friday, September 18, 2020

Future perfect tense-পুরো ঘটিত বভিষ্যত কাল

Future perfect tense

পুরো ঘটিত বভিষ্যত কাল।

 

ভবিষ্যত কালে নিদিষ্ট সমযয়র মধ্যে কোন কাজ হয়ে  যাবে এরুপ বুঝালে Future perfect tense হয়|

Example – উদাহারনঃ

*        I Shall have done the work before my father come.
*        বাবা আসার আগে কাজটি করিয়া থাকিবো।

*         you will have finished your lesson before the come.
*        তাহার আসার আগে তোমার পড়া শেষ করবে।


Structure – গঠনপ্রণালী
          Subject+shall have/will have+verb এর Past participle form+1st object +before/after+2nd object.


simple-সহজ ভাবেঃ
Subject+shall have/will have+ verb এর Past participle form+Object.


Note: 1st অথ্যৎ I এর সাথে Shall have বসবে এবং Other Person এর সাথে Will have বসবে| মূল verb টি Past participle form বসবে|



v Future Indefinite Tense

v Future Continuous Tense

v Future Perfect Tense

v Future Perfect Continuous Tense

A man's honest thoughts can change his future:


1 comment:

Present perfect Tense

  Present perfect Tense - পুরো ঘটিত বর্তমান কাল বর্তমান কালে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে অথবা কোন কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান...