Tuesday, September 22, 2020

Present perfect Tense

 


Present perfect Tense - পুরো ঘটিত বর্তমান কাল


বর্তমান কালে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে অথবা কোন কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে এরূপ বুঝালে Present perfect Tense হয়। 


I have gone to the market - আমি বাজারে গিয়েছি। 

you have eaten mango - তুমি অামগুলো খেয়েছ। 

he has done the work - সে কাজটি করেছে 

I have not done the work- আমি কাজটি করি নাই। 


Structure - গঠনপ্রণালীঃ


subject+ have/has+past participle form of verb+object.


Note: subject যদি pluore (you,we,thet) ইত্যাদি হয় তাহলে axulary verb have বসবে, আবার subject যদি 3ed person singluar number হয় তাহলে axulari verb has বসবে।

No comments:

Post a Comment

Present perfect Tense

  Present perfect Tense - পুরো ঘটিত বর্তমান কাল বর্তমান কালে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে অথবা কোন কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান...